নববর্ষের শোভা*যাত্রায় শহিদ আবু সাইদের প্রতীকী থাকবে না
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৩:০৪

নববর্ষের শোভা*যাত্রায় শহিদ আবু সাইদের প্রতীকী থাকবে না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৩/২০২৫ ১১:০২:০২

নববর্ষের শোভা*যাত্রায় শহিদ আবু সাইদের প্রতীকী থাকবে না

ছবি : সংগৃহীত


জুলাই গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের প্রতীকী নিয়ে রাজধানিতে বাংলা নববর্ষের শোভাযাত্রা আয়োজন করার প্রাথমিক চিন্তার পরিপ্রেক্ষিতে নেটিজিনদের মাঝে ব্যাপক আলোচনা- সমালোচনা শুরু হয়। এছাড়াও শহীদ আবু সাইদের পরিবারের পক্ষ থেকে আপত্তি থাকায় শোভাযাত্রায় তার প্রতিকী থাকবে না।

গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম শেখ গণমাধ্যমকে এসব কথা বলেন। তিনি বলেন, শহীদ আবু সাঈদের প্রতীকী মোটিফ (তারা এটাকে ভাস্কর্য বলছেন না) নিয়ে প্রাথমিক স্কেচ হয়েছিল। শোভাযাত্রায় এর মাধ্যমে আবু সাঈদের বীরত্বকে তুলে ধরার বিষয়ে প্রাথমিকভাবে কেউ কেউ চিন্তা করেছিলেন। কিন্তু যেহেতু আবু সাঈদের পরিবার চাইছে না, তাই এ বিষয়ে অনেকের চিন্তা থাকলেও সেখান থেকে সরে আসা হয়েছে।

এর আগে গত সোমবার এবার শোভাযাত্রায় প্রাথমিকভাবে বড় আকারের চারটি ভাস্কর্য রাখার পরিকল্পনা করা হয় এবং এর মধ্যে থাকবে ২০ ফুট দীর্ঘ জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ভাস্কর্য। আরও থাকবে একটি করে বাঘ, পাখি ও স্বৈরাচারের প্রতীকী ভাস্কর্য। আর অনেক মুখোশ থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা