জৈন্তা বার্তায় সংবাদ প্রকাশ: বিশ্বনাথের সেই কালভার্ট পরিদর্শনে প্রকৌশল কর্মকর্তা
সোমবার, ১৬ জুন ২০২৫, ০১:০৯

জৈন্তা বার্তায় সংবাদ প্রকাশ: বিশ্বনাথের সেই কালভার্ট পরিদর্শনে প্রকৌশল কর্মকর্তা

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৫/২০২৫ ০৮:২২:৪২

জৈন্তা বার্তায় সংবাদ প্রকাশ: বিশ্বনাথের সেই কালভার্ট পরিদর্শনে প্রকৌশল কর্মকর্তা

ছবি: নিজস্ব


জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশের পর সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রীতিগঞ্জ বাজার-পরগনা বাজার লামাকাজী (এলজিইডি) সড়কের বোমারপুল খ্যাত মারাত্মক ফাটলধরা কালভার্ট পুন:নির্মানের স্থান সরজমিন পরিদর্শন করেছেন উপজেলা প্রকৌশল অফিসের কর্তারা।

আজ (১৩ মে ) ফাটলধরা কালভার্টের স্থান সরজমিন পরিদর্শন করেছেন বিশ্বনাথ উপজেলা এলজিইডি অফিসের ২জন কর্মকর্তা।

এর আগে জনগুরুত্বপূর্ণ একটি রাস্তার ৪ কিলোমিটার দুরত্বের মধ্যে ৫ টি কালভার্ট বেহাল শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি বিশ্বনাথ এলজিইডি অফিসের কর্মকর্তাদের নজরে এলে তাঁরা সরজমিন পরিদর্শনে যান। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী অনুপ কুমার প্রামাণিক ও কার‌্য সহকারী রহিদুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, রাজনীতবীদ এসএম রফিক আহমদ ও এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।

এসময় বোমারপুল নামে খ্যাত ভোলাগঞ্জ গ্রামের দক্ষিণে অবস্থিত ওই রাস্তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ কালভার্টের পুন:সংস্কারের জন্য মাপঝোক (মেজারমেন্ট) তৈরি করেন কর্মকর্তারা। উপস্থিত এলাকাবাসীকে শীঘ্রই কালভার্টটি নির্মাণের আশ্বাস প্রদান করেন ওই কর্মকর্তাগণ।

কালভার্টটি দ্রুত মেরামত করার জন্য বিগত ১৭ই মার্চ এলাকাবাসী মানববন্ধন করেন। এরপর ২৫ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেন এলাকাবাসী । ৬  এপ্রিল উক্ত রাস্তার কালভার্টের ফাটল নিয়ে বিশ্বনাথ প্রতিনিধি পাঠানো সংবাদ দৈনিক জৈন্তা বার্তায় পরিবেশন হলে আজ ওই প্রতিবেদককে সাথে নিয়ে ফাটলধরা কালভার্টের স্থান পরিদর্শনে গিয়ে পুন:নির্মান করার প্রতিশ্রুতি দেন এলজিইডি কর্মকর্তাগণ। এব্যাপারে বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী আবু সাইদ জানিয়েছেন, শীঘ্রই টেন্ডারের মাধ্যমে উক্ত কালভার্ট পুন:নির্মাণ কাজ শুরু করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার


শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জের ভাতিজার হাতে চাচি খু*ন
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বি ক্ষো ভ
সিলেটের কোন পাথর কোয়ারি আর খোলা হবে না: উপদেষ্টা রিজওয়ানা হাসান
রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৫৯
কেয়ামত পর্যন্ত বাসাবাড়িতে গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকবে: জ্ব*লা নী উপদেষ্টা
সুনামগঞ্জে মিলল ব্রিটিশ আমলের সচল গ্রে নে ড, নি ষ্ক্রি য় করলো সে না বা হি নী
বৃষ্টি অধরাই, সিলেটে টানা তাপদাহে জনজীবন বি প র্য স্ত
ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোকে স ত র্ক থাকার নির্দেশ
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি থাকলেও, মৃ দু তাপ প্রবাহে পু ড়ে ছে সিলেট