
ছবি: নিজস্ব
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের আদর্শ ইসলামিক ছাত্র সংসদ চারিগ্রামের ২য় মেধাবৃত্তি-২৫এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ২৫জন শিক্ষার্থীর মধ্যে দুই ক্যাটাগরিতে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেয়া হয়।
শনিবার ( ২৪ মে) দুপুরে চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে ছাত্র সংসদের স্থায়ী কমিটির সদস্য মাহবুব হোসেনের সভাপতিত্বে ও সদস্য হাফিজ মুহিব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য ছাব্বির আহমদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাস্টার আবুল কালাম,চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন ও সহকারী শিক্ষক মাওঃসিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা, ছাত্র সংসদের সাফল্য কামনা করে সমাজের উন্নয়নে, দেশের সার্বিক কল্যাণে, অপসংস্কৃতি দূর করে একটি সুন্দর সমাজ বিনির্মানে ভুমিকা রাখার আহবান জানান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আব্দুল খালিক,শরিফুল ইসলাম,বিমল কুমার পাল,সত্যবান রায় ও লাবলুর রহমান। আরোও উপস্থিত ছিলেন,উক্ত সংসদের স্থায়ী কমিটি,কার্যকরী কমিটির সদস্য সহ বিদ্যালয়ের অফিস সহকারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে ইসলামী সংগীত পবিবেশন করেন সদস্য ইব্রাহীম আহমদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাব্বির আহমদ।
জৈন্তাবার্তা / মনোয়ার
