
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৮০০ লিটার দেশীয় মদসহ চারজনকে আটক করা হয়েছে। সোমবার (৯ জুন) গভীর রাতে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট আরিফ ফয়সাল।
জানা যায়, সোমবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকাইলচেও ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়নগর গ্রামে আজমিরীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালায়। এসময় ৮০০ লিটার দেশীয় মদ জব্দ এবং ও এক নারীসহ ৪ জনকে আটক করা হয়।
জব্দকৃত মদের বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানা গেছে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, তিনি আটকের বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
জৈন্তা বার্তা/আরআর
