দেশ বি রো ধী প্রচারণা : রি মা ন্ড শেষে কা রা গা রে ৬
সোমবার, ১৬ জুন ২০২৫, ১২:৫২

দেশ বি রো ধী প্রচারণা : রি মা ন্ড শেষে কা রা গা রে ৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৫ ০৬:৪৮:২৮

দেশ বি রো ধী প্রচারণা : রি মা ন্ড শেষে কা রা গা রে ৬

ছবি : সংগৃহীত


দেশবিরোধী প্রচারণার অভিযোগে পল্টন মডেল থানার পৃথক দুই মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

আসামিরা হলেন-নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিতুমীর কলেজ শাখার সাবেক উপ-কৃষি বিষয়ক সম্পাদক আবু হানিফ, ছাত্রলীগ কর্মী তুষার আহম্মেদ, সহিদুল ইসলাম নাইম ও ফাহাদ হোসেন রাব্বি, আওয়ামী লীগ নেতা মো. আবুল কালাম এবং খিলক্ষেত থানা যুবলীগের কর্মী সবুজ মিয়া।

এদিন রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ৯ জুন তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ। এর মধ্যে গত ২৪ মে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ও আওয়ামী লীগের সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে আসামি নাইম ও বাপ্পি। অন্যদিকে অপর চার আসামি গত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে কলুষিত করা, দেশের সার্বভৌমত্বকে আঘাত, মানুষের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে। আসামিরা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনায় লিপ্ত ছিল।

জৈন্তাবার্তা / মনোয়ার


শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জের ভাতিজার হাতে চাচি খু*ন
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বি ক্ষো ভ
সিলেটের কোন পাথর কোয়ারি আর খোলা হবে না: উপদেষ্টা রিজওয়ানা হাসান
রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৫৯
কেয়ামত পর্যন্ত বাসাবাড়িতে গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকবে: জ্ব*লা নী উপদেষ্টা
সুনামগঞ্জে মিলল ব্রিটিশ আমলের সচল গ্রে নে ড, নি ষ্ক্রি য় করলো সে না বা হি নী
বৃষ্টি অধরাই, সিলেটে টানা তাপদাহে জনজীবন বি প র্য স্ত
ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোকে স ত র্ক থাকার নির্দেশ
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি থাকলেও, মৃ দু তাপ প্রবাহে পু ড়ে ছে সিলেট