বড়লেখায় দুই প্রবাসীকে সম্মাননা দিয়েছে 'টিম ফর কোভিড ডেথ'
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:০৭ AM

বড়লেখায় দুই প্রবাসীকে সম্মাননা দিয়েছে 'টিম ফর কোভিড ডেথ'

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ০৯:২১:৫৯ PM

বড়লেখায় দুই প্রবাসীকে সম্মাননা দিয়েছে 'টিম ফর কোভিড ডেথ'

ছবি: নিজস্ব


আত্মমানবতার সেবায় ও  সমাজিক উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রাখায় মৌলভীবাজারের বড়লেখায় দু'ই প্রবাসীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে বড়লেখা-জুড়ী উপজেলার সমাজিক সংগঠন"টিম ফর কোভিড ডেথ"।

আমেরিকা প্রবাসী তোফায়েল আহমদ ও ডুবাই প্রবাসী শাহাব উদ্দিন স্বদেশ আগমন উপলক্ষে রবিবার (২২ জুন) সন্ধ্যায় "টিম ফর কোভিড ডেথ'' এর বড়লেখা পৌরহরের উত্তর চৌমুহনীস্থ অস্থায়ী কার্যালয় এ সংবর্ধনা দেওয়া হয়।

"টিম ফর কোভিড ডেথ' র সিনিয়র সভাপতি আব্দুল কায়ূমের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক, সাংবাদিক  মোহাম্মদ মস্তফা উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ'র অধ্যক্ষ (অবসর প্রাপ্ত) মো. নিয়াজ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. শাহাব উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জাকির হোসেন, সদর ইউপি সদস্য ফয়েজ আহমদ। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি -শরফ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক বদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ আহমদ, কোষাধক্ষ্য মাওলানা আব্দুল হামিদ, সমাজ কর্মি জইন উদ্দিন, তুহিন আহমদ  প্রমুখ।


অনুষ্টানে সকল প্রবাসীদের কল্যাণ কামনায় দোয়া করাহয়। দোয়া পরিচালনা করেন মাও-শিহাব উদ্দিন শিবলী । অনুষ্ঠান শেষে অতিথিরা "টিম ফর কোভিড ডেথ"র পক্ষ থেকে দুই প্রবাসীর হাতে সম্মাননা স্মারক তুলেদেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার