দেশের বর্তমান পরিস্থিতি মো কা বি লা য় ১০ পরামর্শ আইনজীবী শিশির মনিরের
রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৩৩

দেশের বর্তমান পরিস্থিতি মো কা বি লা য় ১০ পরামর্শ আইনজীবী শিশির মনিরের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ০৩:৩৩:৩৫

দেশের বর্তমান পরিস্থিতি মো কা বি লা য় ১০ পরামর্শ আইনজীবী  শিশির মনিরের

ছবি : সংগৃহীত


দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে ১০টি পরামর্শ দিয়েছেন ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

শনিবার (২৪ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ পরামর্শ দেন তিনি।

শিশির মনির ফেসবুক পোস্টে লিখেছেন, পরিস্থিতি মোকাবিলায় করণীয় ১০টি কাজ। কাজগুলো হলো–

১. পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন বন্ধ করুন।

২. মাথা ঠান্ডা রাখুন, অযথা উত্তেজিত হবেন না।

৩. নিজের মতো সেক্রিফাইস করার মানসিকতা বৃদ্ধি করুন।

৪. অযথা খোঁচাখুঁচি করা থেকে বিরত থাকুন।

৫. পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করুন।

৬. যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু সম্মান প্রদর্শন করুন।

৭. সিনিয়রদের সম্মান দিন, জুনিয়রদের স্নেহ করুন।

৮. সন্দেহের বশবর্তী হয়ে কোনো কথা/কাজ করবেন না।

৯. সব ধরনের মব বন্ধ করুন।

১০. পজিটিভ ভূমিকা রাখুন।

ইনশাআল্লাহ দ্রুতই পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়ে উঠবে।

জৈন্তাবার্তা / মনোয়ার


শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জের ভাতিজার হাতে চাচি খু*ন
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বি ক্ষো ভ
সিলেটের কোন পাথর কোয়ারি আর খোলা হবে না: উপদেষ্টা রিজওয়ানা হাসান
রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৫৯
কেয়ামত পর্যন্ত বাসাবাড়িতে গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকবে: জ্ব*লা নী উপদেষ্টা
সুনামগঞ্জে মিলল ব্রিটিশ আমলের সচল গ্রে নে ড, নি ষ্ক্রি য় করলো সে না বা হি নী
বৃষ্টি অধরাই, সিলেটে টানা তাপদাহে জনজীবন বি প র্য স্ত
ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোকে স ত র্ক থাকার নির্দেশ
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি থাকলেও, মৃ দু তাপ প্রবাহে পু ড়ে ছে সিলেট