
ছবি : সংগৃহীত
শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ৫টি বিষয় তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।
সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই ঘোষণাপত্রের একটি দাবি ছিল, যেটি ৩০ দিনের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছিল সরকারের পক্ষ থেকে। নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয় সেবিষয়ে বলা হয়েছে। জুলাই মাসেই জুলাই সনদ আসতে পারে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসনের কাজটা ধীরগতিতে চলছে। সঞ্চয়পত্র ও ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল তা এখনো অনেকে পাননি। শহীদ ও আহতদের জন্য সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো যেন দ্রুত নিশ্চিত করা হয় সে বিষয়ে জানানো হয়েছে।
জৈন্তাবার্তা / রহমান
