
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পতিত জমি চাষের আওতায় আনতে বিশেষ অবদান রাখায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মন্তজুর আলমকে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গত ২৪ মে সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়ের একটি অভিজাত হোটেলে সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় বার্ষিক মূল্যায়ন ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক জাতীয় কর্মশালা অনুষ্ঠানে তাকে শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কারে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) মহাপরিচালক মো. ছাইফুল আলম।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) ড. মোহাম্মদ কাজী মুজিবুর রহমান এবং উপ-পরিচালক (পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং) মোফাকখারুল ইসলাম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) মো. রকিব উদ্দিন।
গোয়াইনঘাট উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মন্তজুর আলম বলেন, যেকোনো অর্জন গৌরবের। এমন প্রাপ্তি কাজের প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। এই অর্জন শুধু আমার না, এটি উপজেলা কৃষি কর্মকর্তাসহ সহকর্মীবৃন্দের সহযোগিতার ফলাফল। আগামী দিনেও আমি সকলের সহযোগিতা ও দোয়াপ্রত্যাশী।
উল্লেখ্য, উপজেলার আলীরগাঁওয়ে দুই ব্লকে মোট তরমুজের আবাদ হয়েছে ১৯০ হেক্টর ও নাগামরিচের আবাদ হয়েছে ৬৫ হেক্টর জমিতে। সেখানে ১০৫ হেক্টর জমি সম্পূর্ণ পতিত ছিল, যা মন্তজুর আলমের প্রচেষ্টায় চাষের আওতায় এসেছে।
জৈন্তা বার্তা/আরআর
