
ছবি : সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রীর দায়ে শাহিদ মিয়া নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ জুন) বিকাল ৫ টার সময় জগদীশপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ দন্ড দেওয়া হয়।
মোঃ শাহিদ মিয়া গোয়াসনগর গ্রামের আছমত আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাাম। এসময় মাধবপুর সদরের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা নুরুল আনোয়ার উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম।
জৈন্তাবার্তা / মনোয়ার
