
ছবি : সংগৃহীত
“জ্ঞানভিত্তিক, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতেই আমাদের সকল প্রচেষ্টা নিবেদিত থাকবে”—এমন মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও জালালপুর ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
বৃহস্পতিবার (২২ মে) দুপুর ২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত গভর্নিং বডির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানের মান নির্ধারিত হয় শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায়। শিক্ষকের যেমন দায়িত্ব রয়েছে, শিক্ষার্থীদের মধ্যেও থাকতে হবে নিষ্ঠা, ধৈর্য ও পরিশ্রম।”
প্রবাসীদের সহযোগিতায় পরিচালিত এ কলেজের অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘদিনের চাহিদার কথা তুলে ধরে কাইয়ুম চৌধুরী বলেন, “বহু সরকার এসেছে, গেছে, কিন্তু কলেজের পূর্ণাঙ্গ অবকাঠামো এখনো গড়ে ওঠেনি। আমি আমার অভিজ্ঞতা ও আন্তরিকতা দিয়ে কলেজকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই।”
নারী শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, “সিলেটের ইতিহাসে নারী শিক্ষার গুরুত্ব উল্লেখযোগ্য। বর্তমান সময়েও মেয়েদের শিক্ষা এগিয়ে নেওয়া জরুরি।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান মাসুক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য আব্দুল জব্বার জলিল, অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, মুক্তার আহমদ, এনামুল কবির, মোজাম্মেল আলী, আবু সাদ সুন্দর, শিক্ষক প্রতিনিধি নুরজাহান বেগম, বশির আহমদ এবং অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী ইদু।
এছাড়াও বক্তব্য রাখেন কোহিনূর আহমেদ, মনিরুল ইসলাম তুরন, আখলাকুল আম্বিয়া বাতিন, বদরুল ইসলাম জয়দু, শামসুর রহমান সুজা, আলাউদ্দিন আলাই ও শাহীন আলম জয়। বক্তারা নবনির্বাচিত গভর্নিং বডিকে সময়োপযোগী এবং সাহসিক সিদ্ধান্তের প্রতীক হিসেবে উল্লেখ করেন এবং কলেজের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন।
এদিন বিকেলে নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের গভর্নিং বডির সভাও অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সদস্য সিরাজুল ইসলাম, নজমুল হোসেন, প্রফেসর নুরুল ইসলাম আলমগীর, এম এ বায়েছ এবং এম এ আজিজ।
জৈন্তাবার্তা / রহমান
