শ্রীমঙ্গলে পানির দরে’ বিক্রি হচ্ছে কো*রবানির পশুর চা ম ড়া
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:১৩ AM

শ্রীমঙ্গলে পানির দরে’ বিক্রি হচ্ছে কো*রবানির পশুর চা ম ড়া

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৬/২০২৫ ১০:৫৯:৪৬ AM

শ্রীমঙ্গলে পানির দরে’ বিক্রি হচ্ছে কো*রবানির পশুর চা ম ড়া

ছবি : সংগৃহীত


মৌলভীবাজার জেলাজুড়ে কোরবানির পশুর চামড়া নিয়ে মানুষ এবারও পড়েছে বিপাকে। বলতে গেলে পানির দরেই বিক্রি হয়েছে পশুর চামড়া। গরুর চামড়া ৫০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।ছাগলের চামড়া কেউ কিনছেন না। চামড়ার বাজারে ধস নামায় বঞ্চিত হয়েছেন দুস্থরা।

সরকার কর্তৃক পশুর চামড়ার দাম নির্ধারণ শুধু কাগজে কলমেই! মাঠে নেই প্রশাসনের তদারকি! গরুর চামড়া ৫০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০ টাকা। সিন্ডিকেট তো রয়েই গেলো।

বাণিজ্য মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছিলেন ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম ১ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০ টাকা। এ ছাড়া খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না।

একজন ত্রেতা জানান ৫০০গরুর চামড়া কিনে বিপাকে পড়েছেন।সরকার নির্ধারিত মূল্যের থেকেও অর্ধেক মূল্যে ও বিক্রি করা সম্ভব হচ্ছে না। শহর এবং গ্রাম থেকে ১৫০-২০০ টাকায় ক্রয় করেছেন।তবে বিক্রি করতে পারছেন না সরকারের নির্ধারিত মূল্যে।

জৈন্তাবার্তা / মনোয়ার