গোয়াইনঘাটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:৪৩ AM

গোয়াইনঘাটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ০১:৪৯:৪৩ PM

গোয়াইনঘাটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত


বিশ্ব শিক্ষক দিবসে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের আয়োজনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রত্যাশা কিন্ডারগার্টেনের পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফিজ গোলজার আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা ও পুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

শিক্ষক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন দশগাঁও নওয়াগাঁও উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আজমান শরীফ, প্রত্যাশা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আহসানুল হক, কচুয়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনা বেগম, পরিচালনা কমিটির সদস্য হারুন আহমদ ও অভিভাবক জয়নাল আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক শরিফ আহমদ ও ফারহানা বেগমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনে প্লে শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩টি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে ৯ জন বিজয়ীকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে পুরস্কৃত করা হয়।

জৈন্তা বার্তা/আরআর