
ছবি:নিজস্ব
মৌলভীবাজারের বড়লেখায় এক নারী ও ও তার নাতির গলায় দা ধরে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তাজিম উদ্দিনকে (২০) গ্রেফতার ও মোবাইলফোন উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ৩ টায় উপজেলার মহদিকোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছথেকে ছিন্তাই হওয়া ০১টি SAMSUNG Galaxy M12 মডেলের মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী তাজিম উদ্দিন নিজ বাহাদুরপুর ইউনিয়নের হলদিরপাড় গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানাগেছে, গত ( ৩ অক্টোবর) বিকাল ৫টার দিকে মায়ারুন নেছা (৬০) ও তাহার নাতি ইকবাল হোসেন (১২) বাজার খরচ শেষে নিজবাহাদুরপুর ইউনিয়নের নয়াবাজার হতে পায়ে হেটে বাড়ীতে যাওয়ার সময় নিজবাহাদুরপুর এলাকার জনৈক নান্টু মাষ্টারের বসত বাড়ীর পূর্ব পার্শ্বের মেইন রাস্তায় কবর স্থানের পার্শ্বে পৌঁছলে আসামী তাজিম উদ্দিন (২০) বাদীর গলায় দা ধরে ভয়ভীতি প্রদর্শন করে তাহার হাতে থাকা ০১টি SAMSUNG Galaxy M12 মডেলের মোবাইল ফোন জোর পূর্বক নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর বিষয়টি বড়লেখা থানায় জানালে অফিসার ইনচার্জ, মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার সার্বিক দিক নির্দেশনা মামলা তদন্তকারী অফিসার এসআই/মো: অলিয়ার রহমান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে আসামী তাজিম উদ্দিনকে মহদিকোনা এলাকা থেকে গ্রেফতার ও মোবাইল ফোন উদ্ধার করে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা শনিবার দুপুরে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে বলেন, এঘটনায় থানার মামলা নং-০৫, ধারা-৩৯২ পেনাল কোড রুজু করা হয়েছে। আসামী তজিম উদ্দিনকে শনিবার আদালতে প্রেরন করাহয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বড়লেখা থানা পুলিশ সর্বদা বদ্ধ পরিকর।
জৈন্তাবার্তা / সুলতানা
