সিমান্ত এলাকা থেকে সবজির বীজ ও ভারতীয় মদ জ্বদ করেছে (৫২ বিজিবি)
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:৪২ AM

সিমান্ত এলাকা থেকে সবজির বীজ ও ভারতীয় মদ জ্বদ করেছে (৫২ বিজিবি)

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ০৬:৫১:৫৬ PM

সিমান্ত এলাকা থেকে সবজির বীজ ও ভারতীয় মদ জ্বদ করেছে (৫২ বিজিবি)

ছবি:নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা সিমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে পাচার কালে ২৩৬ প্যাকেট বিভিন্ন জাতের সবজির বীজ ও সিলেট বিয়ানীবাজারের গজুকাটা এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ০৮ বোতল ভারতীয় মদ জ্বদ করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। 

সোমবার (১৩ অক্টোবর) ৫২ বিজিবির অধীনস্থ লাতু বিওপির একটি টহল দল ৪নং উত্তর শাহাবাজপুর ইউনিয়নের কুমার সাইল নামক স্থান হতে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় সবজি বিজ ও বিয়ানীবাজারের গজুকাটা বিওপির একটি

টহল দল দোবাগ ইউনিয়নের গজুকাটা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ০৮ বোতল ভারতীয় মদ জ্বদ করে। 

বর্ডার গার্ড বাংলাদেশ (৫২ বিজিবি) এর পরিচালক (অধিনায়ক) লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, বড়লেখা সীমান্ত এলাকা হতে বিভিন্ন জাতের সবজির বিজ ও বিয়ানীবাজারের গজুকাটা বিওপির দোবাগ ইউনিয়নের গজুকাটা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ জ্বদ করা হয়েছে। ২৩৬ প্যাকেট সবজি বীজের সিজার মূল্য বায়ান্ন হাজার সতের টাকা ও ৮ বোতল মদের সিজার মূল্য বার হাজার টাকা। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। 

জৈন্তাবার্তা / সুলতানা