গোয়াইনঘাটে রুস্তমপুর ইউপি মুক্তিযো*দ্ধা দলের পরিচিতি সভা
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:৩২ AM

গোয়াইনঘাটে রুস্তমপুর ইউপি মুক্তিযো*দ্ধা দলের পরিচিতি সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/১০/২০২৫ ০৮:১৪:১৭ PM

গোয়াইনঘাটে রুস্তমপুর ইউপি মুক্তিযো*দ্ধা দলের পরিচিতি সভা

ছবি: নিজস্ব


গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১০ অক্টোবর বিকেলে পীরের বাজারে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

রুস্তমপুর ইউপি মুক্তিযোদ্ধা দলের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি'র ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ রাজ্জাক,প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামীম আহমদ হেলালী, সিলেট জেলা কৃষকদলের প্রথম যুগ্ন আহবায়ক এম জহুরুল ইসলাম (মখর), সিলেট জেলা উলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন,গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম এ হক,সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাংবাদিক রোটারিয়ান এম এ রহিম,সাধারণ সম্পাদক মদরিছ আলী,সাংগঠনিক সম্পাদক এডভোকেট আতিকুর রহমান ও বিএনপি ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

পরিচিতি সভায় বক্তারা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে দলের সকলে কাজ করার জোর আহবান জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার