জৈন্তাপুর দরবস্ত বাজারে এড: জেবুন নাহার সেলিমের মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:৪২ AM

জৈন্তাপুর দরবস্ত বাজারে এড: জেবুন নাহার সেলিমের মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/১০/২০২৫ ০৬:৫৫:৪৪ PM

জৈন্তাপুর দরবস্ত বাজারে এড: জেবুন নাহার সেলিমের মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ

ছবি:নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৪ নং দরবস্ত ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪:০০ ঘটিকায় তামাবিল মহাসড়কের সন্নিকটে দরবস্ত বাজার সভা মঞ্চে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ঘোষিত ৩১দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে অনুষ্ঠিত সভায় দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভান্ডারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিম আলি ও উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট -৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত দিলদার হোসেন সেলিমের সহধর্মীনি ও সিলেট জেলা মহিলা দলের  সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জেবুন নাহার সেলিম। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি দরবস্ত ইউনিয়নবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলোন, মরহুম দিলদার হোসেন সেলিমকে এই জনপদের মানুষ এখনোও অনেক গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে।

এ সময় তিনি বক্তব্য প্রদানকালে আবেগ আপ্লুত কন্ঠে বলেন, মরহুম দিলদার হোসেন সেলিম জৈন্তাপুর তথা সিলেট -৪ এর গনমানুষের মৌলিক অধিকার ও উন্নয়ন কাজ  করেছেন। তার অনেক স্বপ্ন যা তার জীবদ্দশায় পুরোপুরি বাস্তবায়ন করে যেতে পারেন নি। তিনি বলেন জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কম্পানিগন্জবাসীর দোয়া ও সমর্থন থাকলে আগামীতে সিলেট -৪ মনোনয়ন প্রাপ্তি সাপেক্ষে সেই অসমাপ্ত কাজগুলো সবাইকে নিয়ে সম্পন্ন করতে চাই। 

এ সময় তিনি বক্তব্যে বলেন, ৩১ দফা বাস্তবায়ন এই মুহূর্তে দেশ ও জাতির জন্য খুবই জরুরী। আর এই জরুরী বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনে সকল বিএনপির তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল অঙ্গ সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ায় আহবান জানান তিনি। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন,সাবেক সাংগঠনিক সম্পাদক রহিম উদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী। 

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, দরবস্ত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব,বিএনপি নেতা লুৎফর রহমান,  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল হক, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মইন উদ্দিন, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আবদুল্লাহ, উপজেলা ছাত্রদল নেতা সোলেমান আহমদ, উপজেলা মুক্তিযুদ্ধাদলের সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ,  কৃষকদল নেতা মোহাম্মদ কিবরিয়া, যুবদল নেতা আসাদ আহমেদ, সেচ্ছাসেবক দলের মন্তাজ আহমেদ, বিএনপি নেতা লতিব আলি, শরিফ আহমেদ, হারুণ আহমেদ, নুরুল আমিন মেম্বার, দেলোয়ার হোসেন, কুতুবউদ্দিন, হাফিজ আহমেদ, রিয়াজ আহমেদ, তারেক আহমদ সহ বিভিন্ন ওয়ার্ড হতে আগত নেতৃবৃন্দরা।

পরে মত বিনিময় সভা শেষে নেতৃবৃন্দদের নিয়ে দরবস্ত বাজার এলাকায় প্রধান অতিথি এডভোকেট জেবুন নাহার সেলিম ৩১ দফা বাস্তবায়ন সংশ্লিষ্ট লিফলেট বিতরণ করেন।

জৈন্তাবার্তা / সুলতানা