
ছবি:নিজস্ব
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের টাকি গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন মৌলভীবাজার ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।
শনিবার বেলা ৩ ঘটিকার সময় টাকি গ্রামের বিভিন্ন স্থানে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে শরিফুল হক সাজু বলেন, বড়লেখা ও জুড়ী উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। যদি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান আমাকে মনোনীত করেন তাহলে আমি এই অঞ্চলের প্রতিটি পরিবারে উন্নয়ন পৌঁছে দিতে চাই। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আপনাদের ছেলে সন্তান হয়ে মৌলভীবাজার-১ আসনের সর্বস্তরের জনসাধারণের জন্য কাজ করতে চাই।
গণসংযোগ ও উঠান বৈঠকে বড়লেখা জাতীয়তাবাদী ঐক্য ফোরাম কাতারের সাধারণ সম্পাদক রায়হান আহমদ ও কাঁঠালতলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সিঃ যুগ্ম আহ্বায়ক জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজু চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মোঃ মুজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক,কাঠালতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার , কাঁঠাল তলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহাব উদ্দিন, বিএনপির নেতা এনামুল হক, আনই হাজী, জাসাস বড়লেখা উপজেলা আহ্বায়ক তাজুল ইসলাম, ইউপি সদস্য আলতাফ হোসেন, ইউপি সদস্য রাসেল আহমদ সহ স্থানীয় বিভিন্ন স্তরের জনসাধারণ, তরুণ সমাজ, ব্যবসায়ী, কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা বক্তব্যকালে বলেন, শরিফুল হক সাজু শুধু একজন রাজনীতিক ব্যক্তি নয়, তিনি আমাদের অভিভাবক। দলের কঠিন সময়ে, মামলা-হামলার সময় তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন। নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগীতা করেছেন। তিনি বিপদে আপদে এগিয়ে এসেছেন, এখনো নেতাকর্মীদের পাশে আছেন। তাঁর মতো ত্যাগী ও মানবিক নেতা বড়লেখা-জুড়ি অঞ্চলে খুবই প্রয়োজন।
আমরা সকলে আশাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বড়লেখা- জুড়ির তারুণ্যের অহংকার শরিফুল হক সাজুকেই মনোনীত করবেন।
জৈন্তাবার্তা / সুলতানা
