শরতের শেষের দিকে এসেও সিলেটের আবহাওয়া তপ্ত
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:৩৪ AM

শরতের শেষের দিকে এসেও সিলেটের আবহাওয়া তপ্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৫ ০৯:১৮:৫৬ PM

শরতের শেষের দিকে এসেও সিলেটের আবহাওয়া তপ্ত

ছবি : সংগৃহীত


শরতের শেষের দিকে এসেও সিলেটের আবহাওয়া রীতিমতো তপ্ত। সাড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে সিলেট অঞ্চল। এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে বৃষ্টি ঝরেনি। সর্বোচ্চ তাপমাত্রা রেডর্ক করা হয় সাড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার