৩১ দফা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ: কোম্পানিগঞ্জে হাকিম চৌধুরী
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:৪৩ AM

৩১ দফা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ: কোম্পানিগঞ্জে হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ০৮:১৮:০৯ PM

৩১ দফা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ: কোম্পানিগঞ্জে হাকিম চৌধুরী

ছবি: নিজস্ব


সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ। এ দফাগুলো বাস্তবায়িত হলে দেশ আবারও গণতান্ত্রিক পথে অগ্রসর হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠি হবে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছিলো। মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ করেছিল। 

তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফার প্রতিটি বিষয় দেশের মানুষকে তার প্রাপ্য অধিকার ফিরিয়ে দিবে। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং অর্থনীতিকে পুনর্গঠনের অঙ্গীকার কর্মসূচির মূল ভিত্তি হিসেবে কাজ করবে। ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টি করতে হবে।

তিনি রোববার (৫ অক্টোবর) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় শাহ আরফিন বাজারে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জনসভায় কোম্পানীগঞ্জ উপজেলা, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় জনতা অংশ নেন। জনসভায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদ জিয়ার সুস্থ্যতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল আলীর সভাপতিত্বে, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন আলীর পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন মেম্বার, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার খা, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ রানা, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল আলী ও উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সাধারণ সম্পাদক আব্বাস আল

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সোনা মিয়া, মানিক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সাংগঠনিক সম্পাদক রতন মিয়া ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহের মির্জা প্রমূখ।

জৈন্তাবার্তা / মনোয়ার