সিলেটে মহাসড়কে ডা*কাতির ঘটনায় গ্রে*প্তার ১
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:৩৪ AM

সিলেটে মহাসড়কে ডা*কাতির ঘটনায় গ্রে*প্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/১০/২০২৫ ০২:২৮:৩৪ PM

সিলেটে মহাসড়কে ডা*কাতির ঘটনায় গ্রে*প্তার ১


ঢাকা-সিলেট মহাসড়কে এস এ পরিবহনের পার্সেল ডাকাতির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট রাতে এস এ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের নাইওরপুল, সিলেট শাখা থেকে ঢাকার উদ্দেশ্যে একটি কাভার্ড ভ্যান যাত্রা শুরু করে। গাড়িটি ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকায় পৌঁছালে হঠাৎ দুই পাশে দুটি মোটরসাইকেলে থাকা ছয়জন এবং একটি পিকআপে থাকা চারজন মিলে তাদের গাড়ির সামনে বেরিকেড দিয়ে থামানোর সংকেত দেয়।

চালক গাড়ি থামালেও দরজা না খুললে ডাকাতরা জানালার কাঁচ ভাঙার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে চালক ও সুপারভাইজার দরজা খুলে দিলে চারজন সশস্ত্র ব্যক্তি গাড়িতে উঠে পড়ে। তারা ধারালো অস্ত্রের মুখে সুপারভাইজারকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে এবং তাকে গাড়ি থেকে নামিয়ে নেয়। পরে তিনজন ডাকাত তাকে তাদের পিকআপে তুলে নিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

অন্যদিকে দুইজন ডাকাত চালকের পেটে চাকু ধরে গাড়িটি নিয়ে মঙ্গলচন্ডী রোডে প্রায় এক কিলোমিটার ভেতরে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আনুমানিক ১৫-১৬ জন ডাকাত কাভার্ড ভ্যানের পেছনের দুটি তালা ভেঙে ভেতরে ঢোকে। দরজার ভেতরের তালার চাবি না দেওয়ায় তারা সুপারভাইজার ও চালককে মারধর করে এবং পিস্তল ঠেকিয়ে চাবি নিয়ে নেয়। পরে কাভার্ড ভ্যানে থাকা মালামাল পিকআপে তুলে নিয়ে ডাকাতরা পালিয়ে যায়।

ঘটনার পর ভিকটিম সুপারভাইজার বাদী হয়ে ওসমানীনগর থানায় অজ্ঞাতনামা ১৫-১৬ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করেন। এরপর র‌্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা থানার ভার্থখলা এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি চাঁদপুর জেলার মতলব থানার বালুরচর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে দেওয়ান হৃদয় (২৫)।

র‌্যাব জানায়, আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর