মাধবপুরে বিদ্যালয়ে নেই ওয়াশ ব্লক, দু*র্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা
সোমবার, ১৬ জুন ২০২৫, ০১:০৮

মাধবপুরে বিদ্যালয়ে নেই ওয়াশ ব্লক, দু*র্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ০১:১৯:০৮

মাধবপুরে বিদ্যালয়ে নেই ওয়াশ ব্লক, দু*র্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের শৌচকর্ম করতে পাশের বাড়িতে যেতে হয়। গত এক বছর ধরে এমন দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। অচিরেই ওয়াশ ব্লক নির্মাণের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে আবেদন করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। 

ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম জানান, বছরখানেক আগে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি-৪) এর আওতায় পাঠদানের জন্য কয়েকটি কক্ষ রেখে বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে নতুন দোতলা ভবন নির্মানের কাজ শুরু হয়। পুরাতন ভবন ভেঙে ফেলার পরই শুরু হয় বিপত্তি। সাময়িক ব্যবহারের জন্য কোনো টয়লেট নির্মাণ না করায় শিক্ষার্থী ও শিক্ষকদের ভোগান্তি বাড়ে। প্রয়োজনীয় শৌচকর্ম সারতে তাদের যেতে হয় বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে। ওই বাড়ির লোকজন খুবই আন্তরিক। তারা কখনোই নিষেধ করেননি। তবে এটি খুবই বিব্রতকর। 

জানা গেছে, ওই বিদ্যালয়ে কর্মরত ৬ শিক্ষকের মধ্যে ৫ জনই নারী। আর শিক্ষার্থী ৩০০ জন। সমস্যা সমাধানে দ্রুত ওয়াশ ব্লক নির্মাণের জন্য প্রধান শিক্ষক জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বরাবরে একটি আবেদন দাখিল করেছেন। 

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন বলেন, নতুন ভবনের নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত ওয়াশ ব্লক নির্মাণ করা সম্ভব হচ্ছে না। তবে সমস্যা সমাধানে আমরা আন্তরিক। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান বলেন, এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে দেখে তারপর কথা বলতে হবে। 

জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল ফতেহগাজী স্কুলে ওয়াশ ব্লক নির্মাণের আবেদন পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, আবেদন পেয়েছি। কিভাবে দ্রুত এ সমস্যার সমাধান করা যায় এটা নিয়ে ঊর্ধ্বতনদের সাথে কথা বলবো। 

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম বলেন, বিষয়টি গতকালই (বৃহস্পতিবার) জানতে পেরেছি। এটি খুবই দুঃখজনক। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করবো।


জৈন্তা বার্তা/আরআর


শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জের ভাতিজার হাতে চাচি খু*ন
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বি ক্ষো ভ
সিলেটের কোন পাথর কোয়ারি আর খোলা হবে না: উপদেষ্টা রিজওয়ানা হাসান
রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৫৯
কেয়ামত পর্যন্ত বাসাবাড়িতে গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকবে: জ্ব*লা নী উপদেষ্টা
সুনামগঞ্জে মিলল ব্রিটিশ আমলের সচল গ্রে নে ড, নি ষ্ক্রি য় করলো সে না বা হি নী
বৃষ্টি অধরাই, সিলেটে টানা তাপদাহে জনজীবন বি প র্য স্ত
ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোকে স ত র্ক থাকার নির্দেশ
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি থাকলেও, মৃ দু তাপ প্রবাহে পু ড়ে ছে সিলেট