
ছবি: নিজস্ব
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তথ্য প্রযুক্তির এই যুগে নৈতিক অবক্ষয়ের হাত থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। এই ধরণের প্রতিযোগিতায় সামর্থ্যবানদের পৃষ্টপোষকতা দেয়া উচিত।
বুধবার (২৮ মে) গোয়াইনঘাট লাকী সোনার বাংলা স্পোর্টিং ক্লাব আয়োজিত লেবানন প্রবাসী আব্দুল হান্নানের অর্থায়নে তোয়াকুল ইউনিয়ন পশ্চিম মাঠে অনুষ্ঠিত ২৫তম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকপ মোঃ জসিম উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামসুদ্দিন আল আজাদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সি এ লুৎফুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক খায়রুল আমিন ও যুবদল নেতা সেলিম উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী জনতা উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / মনোয়ার
