বড়লেখা সী মা ন্ত দিয়ে ফের ১৩ জনকে পুশইন করেছে বি এস এফ
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:৩২ AM

বড়লেখা সী মা ন্ত দিয়ে ফের ১৩ জনকে পুশইন করেছে বি এস এফ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৬/২০২৫ ০৮:০৯:৩১ AM

বড়লেখা সী মা ন্ত দিয়ে ফের ১৩ জনকে পুশইন করেছে বি এস এফ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখার নিউ পাল্লাথল  সীমান্ত দিয়ে আবারও  ১৩ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে নারী- পুরুষ ও শিশু রয়েছে।

শুক্রবার (১৩ জুন)  সকাল ৭ টার দিকে সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। বিজিবি ৫২ ব্যাটেলিয়ন তাদেরকে আটক করেছে। আটকদের মধ্যে ৬ শিশু, ৪ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন। আটকের বিষয়ে নিশ্চিত করেছে বিজিবি- ৫২ ব্যাটালিয়ন। 

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭ টায় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে উপজেলার নিউ পাল্লাথল সীমান্তে অবস্থান নেয় তারা।এসময় বিজিবির একটি টহল দল তাদের দেখতে পায়। তাদের আটক করে জিজ্ঞাবাদ করলে তারা জানায় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ ১৩ জনের একটি দলকে বাংলাদেশ সীমান্ত দিয়ে  টেলে পাঠিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা জানিয়েছেন রোহিঙ্গা নাগরিক।

বিজিবি ৫২ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফ জানান, আটকদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে পুশইন করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ১৩ জন মিয়ানমারের নাগরিক। তাদের ঠিকানা যাছাই-বাছাই চলছে।  তাদের ঠিকানা শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার