গান থেকে বিদায় নেওয়ার কথা জানান তাহসান
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:৩২ AM

গান থেকে বিদায় নেওয়ার কথা জানান তাহসান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৫ ০৪:৩০:২১ PM

গান থেকে বিদায় নেওয়ার কথা জানান তাহসান

ফাইল ফটো


দীর্ঘ ২৫ বছরের সংগীত ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তাহসান খান। পাশপাশি অভিনয় করেও জয় করেন দর্শকদের মন। কিন্তু হঠাৎ করেই গত বছর ঘোষণা আসে অভিনয় থেকে বিদায় নেওয়ার। এবার ঠিক একইভাবে গান থেকেও বিদায় নেওয়ার কথা জানান তাহসান। গত মাসে অস্ট্রেলিয়ায় আয়োজিত এক কনসার্টের মঞ্চ থেকেই এমন ঘোষণা।

এ কথা শোনার পর থেকেই তাহসান ভক্তদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে! প্রিয় শিল্পীর গান থেকে বিদায় নেওয়া- কোনো ভাবেই মেনে নিতে পারছেন না তারা। কিন্তু তাহসান তার কথায় অটল। ঢাকায় দু’একটি কনসার্টে অংশ নেওয়ার কথাও রয়েছে তার। এরপর প্রকাশ করবেন একটি নতুন গান। তারপরই গানের ভুবন থেকে নিজেকে গুটিয়ে নিবেন তিনি। কিন্তু কেন তিনি গান কিংবা অভিনয় ছেড়ে বিদায় নিচ্ছেন? এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। ঠিক তখনই পাওয়া গেল উত্তর।গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি প্রযুক্তিভিত্তিক ইভেন্টে যোগ দেন তাহসান। এসময় তার কাছে জানতে চাওয়া হয়, আপনি বর্তমানে আলোচনার কেন্দ্রে আছেন। আমরা সবাই জানি, গান থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আমি নিশ্চিত, আপনার ভক্তদের হৃদয় ভেঙে গেছে। আপনি কি এ বিষয়ে কিছু বলতে চান? এটাই কী আপনার চূড়ান্ত সিদ্ধান্ত?

এ প্রশ্নের জবাবে তাহসান খান বলেন, “আমি নিশ্চিত নই যে, এই বিষয়ে কথা বলার জন্য এটি সঠিক মঞ্চ। কারণ মানুষ মঞ্চে আমার বলা কথার কেবল অংশবিশেষ নেয় এবং তা দিয়ে আরেকটি খবর তৈরি করে ফেলে। তাই আমাকে খুব সতর্ক থাকতে হয়—আমি কী বলছি। তবে একটি বড় বিষয় বলব, অনেক বছর আগে আমার ভাই আমাকে বলেছিলেন, ‘সংগীতশিল্পীদের জন্য মিউজিক ইন্ডাস্ট্রিতে সময়কাল খুব সীমিত। কেন তুমি ঝুঁকি নিচ্ছ?’ আমি তখন লিভার ব্রাদার্সের চাকরি ছেড়ে প্রথম অ্যালবামের কাজ ধরেছি।”খানিকটা ব্যাখ্যা করে তাহসান খান বলেন, “আমার ভাইয়ের কথা ছিল, ‘যেকোনো শিল্পীর মেয়াদকাল খুব কম। তুমি এই এরিয়াতে গেলে আবার তো ফেরত আসতে পারবে।’ সো আমি এটিকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলাম। আর্টিস্টের মেয়াদকাল কমও হতে পারে। কিন্তু আর্টিস্টকে তৈরি করা ‘আর্ট’ এর মেয়াদ তার বিদায়ের পরও থাকতে পারে।”

ভুলে যাওয়ার ক্ষতর চেয়ে মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নেওয়া শ্রেয় বলে মনে করেন তাহসান। তার ভাষায়, “আমার মনে হয়েছে, আমি ততটুকু সময়ই কাজ করব, যতক্ষণ পর্যন্ত মানুষের ভালোবাসার শিখরে থাকব, মানুষের ভালোবাসাটা পাব। কারণ আমি দেখেছি, অন্য ক্যারিয়ারে রিটায়ারমেন্ট আসে। কিন্তু এই ক্যারিয়ারটায় যেটা হয়, একটা সময় মানুষ ভুলে যায়। সুতরাং ভুলে যাওয়ার ক্ষতটার চেয়ে মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াই ভালো।”

জৈন্তাবার্তা / সুলতানা