দোয়ারাবাজারে একমাসে তিনবার ইউপি সদস্যের বাড়িতে দু র্বৃ ত্ত দে র আ গু ন
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৮

দোয়ারাবাজারে একমাসে তিনবার ইউপি সদস্যের বাড়িতে দু র্বৃ ত্ত দে র আ গু ন

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ০৮:২৬:২৫

দোয়ারাবাজারে একমাসে তিনবার ইউপি সদস্যের বাড়িতে দু র্বৃ ত্ত দে র আ গু ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজারে একমাসে তিনবার ইউপি সদস্যের বাড়িতে  আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  সর্বশেষ রবিবার আগুনে ঘরের ভিতরের অংশ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মেশিন দিয়ে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (২৬ জানুয়ারি)  দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামে ইউপি সদস্য ইশ্রাঈল আলী'র বাড়িতে এঘটনা ঘটে।

সরেজমিনে গেলে স্থানীয়দের সাথে আলোচনায়  জানা যায়, রবিবার দুপুর ১২ টার দিকে ইশ্রাঈল আলী'র বাড়িতে  গরুর খামার আগুনে জ্বলতে দেখে বাড়িতে থাকা লোকজন চিৎকার শুরু করলে এলাকাবাসী দৌড়ে এসে পাশবর্তী পুকুর হতে মেশিনের মাধ্যমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে শুক্রবার (২৪ জানুয়ারি) রাতের আধারে ইউপি সদস্য ইশ্রাঈল আলী'র বসতঘরের পূর্বদিকের ফসলি জমিতে ফলানো ফুলকপি ও কাঁচামরিচের গাছ কর্তন করে ফেলে রাখে দূর্বৃত্তরা। এর আগে সর্বপ্রথম গত (৮ জানুয়ারি) এই ইউপি সদস্যের আরও একটি গরুর ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।

ইউপি সদস্য ইশ্রাঈল আলী জানান,সকালে খামারে থাকা গরুগুলো বাহিরে বের করেদিয়ে আমি অন্য একটি গ্রামে শালিসে চলে যাই। দুপুর ১২ টার দিকে বাড়ি থেকে কল আসে খাামরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসে দেখি আমার সব শেষ।

তিনি  জানান,শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ফলানো সকল ফুলকপি,কাঁচামরিচ ও অন্যান্য সবজি কর্তন করে কিছু নিয়ে যায় আর কিছু জমি পাশে ফেলে যায় দূর্বৃত্তরা। এর আগে গত ৮ জানুয়ারি। 

রাতের খাওয়া দাওয়া শেষে বাড়িতে ঘুমিয়ে পড়ি। রাত ১টার দিকে  হঠাৎ ঘুম ভেঙে যায়, তখন দেখি ঘরের ভেতরের পিছনের অংশে আগুন জ¦লছে। তারাতারি ঘর থেকে বেরিয়ে শোর চিৎকার করলে অন্য আত্মীয়  স্বজন এগিয়ে আসে।

আমি একজন জনপ্রতিনিধি কারো ভালো না করতে পারি কিন্তু কারো ক্ষতি করার ইচ্ছে করিনা। কিন্তু আমার সাথে কেনো এতো শত্রুতা। তাও আবার বোবা প্রানী ও ফলানো সবজির সাথে।  মানুষ কিভাবে এতো পাষন্ড হতে পারে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। আগুন দেওয়ার বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার