
ছবি: নিজস্ব
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, দেশ জাতির ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির ত্রানকর্তা রুপে আবির্ভুত হয়েছিলেন। মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছেন।
আবার জাতির ক্রান্তিলগ্নে একজন সুশাসকের দায়িত্ব নিয়ে দেশে নতুন যুগের সুচনা করেছিলেন। শহীদ জিয়ার সুযোগ্য নেতৃত্বে দেশ যখন সমৃদ্ধির পথে এগিয়ে গিয়েছিল। ঠিক তখনই দেশী-বিদেশী ষড়যন্ত্রে জিয়াকে শহীদ করা হয়। কিন্তু জিয়াকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করা যায়নি। বর্তমানেও দেশে একটা ক্রান্তিকাল চলছে। এমন সময়ে শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসুরী তারেক রহমানের নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ।
তিনি শুক্রবার (৩০ মে) বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা বিএনপির পক্ষ থেকে গরীব ও অসহায় মধ্যে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ সভাপতি জালাল উদ্দীন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, এবাদুর রহমান, সাইদুর রহমান, সাধারন সম্পাদক,আতিকুর রহমান,নুর মোহাম্মদ, জাকারিয়া , উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ, ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম সদস্য নুর আহমদ, প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / সুলতানা
