আজমিরীগঞ্জে মা দ ক বিক্রি বন্ধে আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা
সোমবার, ১৬ জুন ২০২৫, ১২:৪৯

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আজমিরীগঞ্জে মা দ ক বিক্রি বন্ধে আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৪/০৬/২০২৫ ০৭:৩১:০২

আজমিরীগঞ্জে মা দ ক বিক্রি বন্ধে আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা

ছবি: নিজস্ব


মাদক কেনা বেচা চলছে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামে।  সরকারি খাস জমি দখল করে ঘর বানিয়ে বিক্রি হচ্ছে হেরোইন, ইয়াবা, গাঁজা, বাংলা মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য। এর সাথে জড়িত রয়েছে এলাকার চিহিৃত মাদক কারবারী পুলিশের খাতায় ডাকাতি ও হত্যা মামলার আসামি জজ মিয়া। আর তাকে শেল্টার দিচ্ছে সিলেট নগরীতে বসবাসকারী আজমিরীগঞ্জের বিরাট গ্রামের হুমায়ূন কবির। ওই ব্যক্তি জজ মিয়ার মাধ্যমে অপকর্ম করিয়ে সাপ্তাহিক বড় অংকের চাঁদা আদায় করছে।

বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আজমিরীগঞ্জের বাঁশহাটিয়া (বিরাট) গ্রামের মো. জাবেদ মিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, জজ মিয়ার অপকর্মের প্রতিবাদ করে কোন প্রতিকার পাচ্ছেন না। তার কর্মকান্ড এলাকার যুব সমাজের উপর এর প্রভাব পড়ছে। তিনি বলেন, চোখের সামনে আমাদের সন্তানদের নষ্ট হতে দেখে সহ্য করতে না পেরে গত ৮ মে কয়েকটি গ্রামের প্রায় ২ শতাধিক মানুষ একত্রিত হয়ে জজ মিয়াকে মাদক ব্যবসা বন্ধ করতে অনুরোধ করি। কিন্তু এতেও সে আমাদের কথায় কর্ণপাত না করে মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার হুমকি দেয়।

তখন গ্রামের যুব সমাজ ক্ষুদ্ধ হয়ে তাৎক্ষণিক অবৈধভাবে সরকারি জমির উপর তার নির্মাণ করা ঘর ভেঙে দেয়। এই ঘটনার পর দু’পক্ষই পাল্টা পাল্টি থানায় অভিযোগ দায়ের করে। স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা বিষয়টি আপোষে মিমাংসা করতে একটি সভার আহবান করেন। গত ১৭ মে উভয় পক্ষের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হলেও জজ মিয়ার উস্কানিতে সেটি ভেস্তে যায়।

তিনি অভিযোগ করেন, জজ মিয়া শুধু মাদক ব্যবসায়ই না এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা অহরহ ঘটিয়ে চলেছে। তার আশ্রয় দাতা হুমায়ুন কবির দীর্ঘদিন থেকে সিলেট শহরে বসবাস করছে এবং আওয়ামী লীগ নেতার পরিচয়ে ২০১৫/১৬ সালে নগরীর দরগাগেইটের পায়রা এলাকায় একটি বাসা দখল করতে গিয়ে জনতার হাতে গণধোলাই খেয়ে পুলিশের হাতে আটক হয়। হুমায়ুন কবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সিলেট কোতোয়ালি মডেল থানায় দায়ের করা বিস্ফোরক মামলার আসামি। তাদের অপকর্ম থেকে এলাকাবাসীকে বাঁচাতে জাবেদ মিয়া আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার


শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জের ভাতিজার হাতে চাচি খু*ন
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বি ক্ষো ভ
সিলেটের কোন পাথর কোয়ারি আর খোলা হবে না: উপদেষ্টা রিজওয়ানা হাসান
রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৫৯
কেয়ামত পর্যন্ত বাসাবাড়িতে গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকবে: জ্ব*লা নী উপদেষ্টা
সুনামগঞ্জে মিলল ব্রিটিশ আমলের সচল গ্রে নে ড, নি ষ্ক্রি য় করলো সে না বা হি নী
বৃষ্টি অধরাই, সিলেটে টানা তাপদাহে জনজীবন বি প র্য স্ত
ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোকে স ত র্ক থাকার নির্দেশ
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি থাকলেও, মৃ দু তাপ প্রবাহে পু ড়ে ছে সিলেট