
ছবি: নিজস্ব
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের ঈদের দিন (শনিবার) রাতের গোষ্টিগত দন্ধের জেরে কয়েক ঘন্টা ব্যাপি সংঘর্ষে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সহ ৬০/৭০ জন আহত হওয়ার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা ওই গ্রামের বেনু মিয়া মেম্বারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
রবিবার(৮ জুন) বিকালে মধ্য বেজুড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।বেনু মিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার পলাতক আসামী।বেনু মিয়া ওই গ্রামের আদিল হোসেনের ছেলে।
সেনা ক্যাম্প সূত্রে জানা যায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার বিকালে মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বেনু মিয়াকে গ্রেফতার করা হয়।গ্রেফতার এড়াতে এর আগে বারবার অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছিল বেনু মিয়া।
বেনুমিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ঢাকার মীরপুর থানার একটি, রামপুরা থানায় একটি ও মাধবপুর থানার একটি মামলার এজাহারনামীয় আসামী।এছাড়াও মাধবপুর থানায় আরো অন্তত চারটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেফতার বেনু মিয়াকে মাধবপুর থানায হস্তান্তর করা হবে বলে সেনা ক্যাম্প সূত্রে জানানো হয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার
