
ছবি : সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুকুর থেকে গৃহবধূ ইসমত আরার (৩৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তিনি ওই গ্রামের মর্তুজ আলীর স্ত্রী।
সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার পাইকপাড়া গ্রামে পুকুর থেকে গৃহবধূ ইসমত আরার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মর্তুজ আলীর স্ত্রী ইসমত আরা সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে কোন এক সময় কাপড় চোপড় নিয়ে বাড়ির পুকুরে যান। এরপর তার কোন সন্ধান পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পুকুর পাড়ে তার ব্যবহৃত কাপড়-চোপড় দেখে সন্দেহ হয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস অফিস ও থানায় খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন। তবে কি কারণে তার মৃত্যু হল ঘটনাটি এখনও রহস্যজনক।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুর আলম বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জৈন্তাবার্তা / মনোয়ার
