
ছবি: নিজস্ব
সিলেটের পাথর কোয়ারি সনাতন পদ্ধতিতে খুলে দেওয়ার দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের ব্যানারে টুকের বাজার পয়েন্টে শুক্রবার (২৭ জুন) বিকেলে এক শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।
এতে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন।
উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু তুরাব, উপজেলা যুব বিভাগ জামায়াতের সভাপতি মোঃ ইকবাল হোসাইন এমাদের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মাসুক আহমদ, ফেঞ্জুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলার সূরা কর্মপরিষদ সদস্য সাইফুল্লাহ আল হুসাইন, মাওলানা রফিক আহমদ, নায়েবে আমীর, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাবেক আজমান আলী ও মাষ্টার আবুল খায়ের, সহকারী সেক্রেটারি, মোঃ জুয়েল আমীন, উপজেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আল আমীন খান, ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুব বিভাগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান সাজু, পেশাজীবী পরিষদের উপজেলা সভাপতি মোঃ শফিকুল ইসলাম, ব্যাবসায়ী নেতা মোঃ মুরশেদ আলম, হাজী জালাল আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আনোয়ার হোসেন সুমন যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, ইউনিয়ন জামাতের সভাপতি হাজী জমসীদ আলী, রহীম উদ্দিন, নজরুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মোঃ সফির উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মোঃ রুবেল আহমদ, শ্রমিক নেতা মোঃ শাহ আলম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোঃ আব্দুল মাবুদ মজনু, যুবনেতা কুতুবউদ্দিন, ইয়াকুব আলী, তারেক আহমদ, আব্দুল্লাহ আল ফাহিম, রফিকুল ইসলাম নিপু, আরিফ হাসান জুবের, সিপি বিলাল আহমদ, শ্রমিক নেতা মাছুম আমদ প্রমুখ।
বক্তারা বলেন, পাথর কোয়ারি বন্ধ থাকায় বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে, যা তাদের জীবনযাত্রায় সংকট তৈরি করেছে। এই পরিস্থিতিতে, কোয়ারি খুলে দিলে একদিকে যেমন অর্থনৈতিক সংকট কিছুটা লাঘব হবে, তেমনি কর্মসংস্থানও বাড়বে। পাথর উত্তোলন ও বিপণনের সাথে জড়িত লক্ষাধিক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কোয়ারি বন্ধ থাকার ফলে পাথর আমদানি করতে হচ্ছে, যা সরকারের মূল্যবান বৈদেশিক মুদ্রা খরচ করছে। কর্মহীনতার কারণে অনেক মানুষ খাদ্য, বস্ত্র ও বাসস্থান সংকটে পড়েছে। পরিবেশের যাতে ক্ষতি না হয়, সেই জন্য সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারিগুলো দ্রুত খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
জৈন্তাবার্তা / মনোয়ার
