এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন : কাইয়ুম চৌধুরী
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:৪৩ AM

এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন : কাইয়ুম চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৫ ০২:৪১:৫১ PM

এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন : কাইয়ুম চৌধুরী


সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সামনে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন শুধু আসন ভাগাভাগি বা ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা নয়- এ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন, জনগণের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৮টায় লালাবাজারের একটি হোটেলের মিলনায়তনে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির দুর্গখ্যাত সিলেট আগামীর নির্বাচনে আরও সুসংহত ও ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করবে। জনগণ ধানের শীষের প্রতি যে সাড়া ও প্রত্যাশা দেখাচ্ছে, তা আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশিত স্বচ্ছতার মাধ্যমে দেশ গঠনে সিলেট সর্বোচ্চ অবদান রাখবে।

তিনি আরও বলেন, লালাবাজার ইউনিয়ন আমাদের আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এখানে নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আসন্ন নির্বাচনে বিজয়ের পথে আমরা আরও এক ধাপ এগিয়ে যাবো। ঘরে ঘরে গিয়ে জনগণের দুঃখ–দুর্দশার কথা শুনতে হবে এবং বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি প্রচার করতে হবে। তাহলেই জনগণ বিএনপিকেই বেছে নেবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের প্রতি আনুগত্য অটুট রাখতে হবে। ব্যক্তিগত মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। গ্রাম থেকে শহর, হাট-বাজার থেকে প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন লালাবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতা।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-প্রচার সম্পাদক শাহিন আলম জয়, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জাহির আলী, জিলাল খান, আলাউদ্দিন, এডভোকেট মাহবুবুর রহমান, শমশের খান, আনসার আহমদ, যুবদল নেতা আব্দুল বাসিত মোক্তাদির ও দেলোয়ার আহমদ, ছাত্রদল নেতা আব্দুল মোজাক্কির ফাহিম ও মোহন আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/আরআর