জ ঘ ন্য আচরণ কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা ট্রা*ম্পের
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:১৫ AM

জ ঘ ন্য আচরণ কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা ট্রা*ম্পের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৫ ০৪:২৩:১৫ PM

জ ঘ ন্য আচরণ কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা ট্রা*ম্পের

ফাইল ফটো


প্রতিবেশী কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। খবর, বিবিসি'র। পোস্টে ট্রাম্প লেখেন, 'কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলছেন। কানাডার জঘন্য আচরণের জন্য তাদের সঙ্গে সমস্ত বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো।’

রিগ্যানের যে ভিডিও ঘিরে ট্রাম্প ক্ষেপেছেন সেটি কয়েকদিন আগে প্রচার করেছে অন্টারিও রাজ্য সরকার। তাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট যখন শুল্ক নিয়ে নেতিবাচক কথা বলছিলেন, তখন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশের পতাকাশোভিত ক্রেনসহ বেশকিছু চিত্রও তুলে ধরা হয়েছে।

সেই ভিডিওতে রিগ্যানের যে কথাটুকু সন্নিবেশিত হয়েছে, তা নেয়া হয়েছে ১৯৮৭ সালে জাতির উদ্দেশে দেয়া এক রেডিও ভাষণ থেকে। ভাষণের ওই অংশে সাবেক প্রেসিডেন্ট বিদেশের সঙ্গে বাণিজ্য নিয়ে কথা বলছিলেন।উল্লেখ্য, কানাডার পণ্য আমদানির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ট্রাম্প। যদিও তিনি ইউএসএমসিএ-এর আওতায় পড়া পণ্যের জন্য ছাড়ের অনুমতি দেন। ইউএসএমসিএ হলো মেক্সিকো এবং কানাডার সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি, যা ট্রাম্প তার প্রথম মেয়াদে করেছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা


শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে বিষমুক্ত সবজি চাষ বদলে যাচ্ছে গ্রামীণ কৃষি
টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওরে গান বাজনা নিষিদ্ধ
নির্বাচনের সময়ে ষড়*যন্ত্র শুরু হয়, সবাইকে সজাগ থাকতে হবে- তাহসিনা রুশদী লুনা
কেন্দ্র থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি,তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নেব- হাকিম চৌধুরী
কুলাউড়ায় বিএনপির মনোনয়ন পুনর্বি*বেচনার দাবি আবেদ রাজার
মঙ্গলবারও সিলেটের বহু এলাকায় বিদ্যুৎ থাকবে না
নাসের রহমানের বক্তব্যে হবিগঞ্জ-মৌলভীবাজারে উত্তে*জনা, মুখো*মুখি পরিবহণ মালিক-শ্রমিকরা
জৈন্তাপুর ও কানাইঘাটে ৩৫ লক্ষ টাকার চো*রাই পণ্য জ*ব্দ
কুলাউড়ায় ভিডিও রেকর্ড চালু রেখে যুবকের আত্মহ*ত্যা
লাল শাপলা বিলের সৌন্দর্য ম্লান করছে কচুরিপানা