নবীগঞ্জে সেনাবাহিনীর অ ভি যা নে ইয়া*বা ব্যবসায়ী গ্রে ফ তা র
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৩

নবীগঞ্জে সেনাবাহিনীর অ ভি যা নে ইয়া*বা ব্যবসায়ী গ্রে ফ তা র

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০১/২০২৫ ০৭:১৫:০৩

নবীগঞ্জে সেনাবাহিনীর অ ভি যা নে ইয়া*বা ব্যবসায়ী গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের নবীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং আর্মি ক্যাম্প ক্যাম্পের আওতাধীন নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামে ক্যাপ্টেন আশিক এর নেতৃত্বে এ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮) কে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ৩ ঘটিকায় এই অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বানিয়াচং আর্মি ক্যাম্প। 

অভিযানে ৮৫ পিচ ইয়াবা, ৪৫ হাজার সাতশত ৫৫ টাকা, সৌদি রিয়াল, ৫ টি বাটম ফোন, ৪ টি এন্ডুয়েন্ট মোবাইল, চাকু, কুড়াল, ১৮ টি গ্যাস লাইট, ৩৬ টি ফুয়েল পেপার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮) উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের শফিকুল আলম এর পুত্র। 

অভিযান শেষে সেনাবাহিনী মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও উদ্ধারকৃত মালামাল সহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন। মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার