
ছবি: নিজস্ব
হবিগঞ্জের আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কটি (শরীফ উদ্দিন সড়ক) যানবাহন চলাচলের জন্য রীতিমতো বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এই রাস্তার দুরবস্থার কারণে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে চলাচল করতে হচ্ছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরম সীমায় পৌঁছেছে, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
জানা গেছে, একবার টেন্ডার হয়েও থমকে গিয়েছিল শরীফ উদ্দিন সড়কের সংস্কার কাজ। ৩২ কোটি মেগা প্রকল্প রিটেন্ডার করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর কারণে মন্ত্রণালয় থেকে সংস্কারের কাজটি রিভাইলেশনে জেলা ও বিভাগীয় সড়ক ও জনপথ বিভাগে ফিরে আসে।
আজমিরীগঞ্জ উপজেলা ও জেলা সদরের মধ্যে যোগাযোগের একমাত্র অবলম্বন হচ্ছে শরিফ উদ্দিন সড়ক ও আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া শিবপাশা সড়ক। কিন্তু এই সড়কগুলো বর্তমানে বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও পিচ ও খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। বৃষ্টি হলেই রাস্তা রূপ নেয় ছোটখাটো পুকুরে। আবার কোথাও সড়ক ধসে পড়ে হয়ে গেছে চলাচলের অযোগ্য।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আজমিরীগঞ্জে উপজেলা সদরের মূল প্রবেশদ্বার থেকে শুরু করে জলসুখা ঈদগাহের সামনে এবং ঝিংরি ব্রিজের গোড়ার সংযোগ স্থানে বড় ধরনের গর্ত তৈরি হয়েছে। গাড়ি চলাচলের সময় এমনভাবে দোল খায় যেন গাড়ি উল্টে যাবে। সড়কটিতে এমন ভাঙন থাকলেও ছোট-বড় যানবাহন চালকদের সতর্ক করতে নেই কোনো সতর্কীকরণ বোর্ড। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, মালামালবাহী ট্রাক, পিকআপসহ শত শত যানবাহন।
স্থানীয় লোকজনের সঙ্গে আলাপকালে বেশ কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে এই সড়কের বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। তবে দীর্ঘদিনেও এসব ভাঙন সংস্কারের কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।
স্থানীয়রা জানান, সড়কটিতে শত শত যাত্রীবাহী, মালবাহী পরিবহন চলাচল করে। সড়কটি দ্রæত মেরামত করা না হলে যেকোনো সময় ঘটবে বড় ধরনের দুর্ঘটনা।
জানা যায়, এই রাস্তাটি সংস্কারের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ৩২ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন হয়। এতে আশার সঞ্চার হয়েছিল ভাটি এলাকার জনগণের মধ্যে। কিন্তু তাদের সেই আশা বাস্তবে রূপ নেয়নি। এখন তাদের মনে শঙ্কা জেগেছে- এই রাস্তার সংস্কার কাজ আদৌ হনে কি না তা নিয়ে।
এ বিষয়ে হবিগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী (সওজ) মো. শহীদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে আলাপ করলে তিনি দৈনিক জৈন্তাবার্তাকে বলেন, টেন্ডার দেওয়ার পর রিটেন্ডার দেয়, রিভাইলেশন করার পর মিনিস্ট্রিতে পাঠানো হয়। মিনিস্ট্রি একবার ফেরত পাঠিয়েছে, আবার রিভাইলেশন পাঠানোর পর মিনিস্ট্রি অনুমোদন করলে কাজ হয়ে যাবে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলীর সাথে যোগাযোগ করতে পারেন।
সিলেট জোনের উপ-সহকারী প্রকৌশলী (সওজ) আরিফ হোসাইনেরর সঙ্গে মুঠোফোনে আলাপ করলে তিনি দৈনিক জৈন্তাবার্তাকে বলেন, আজমিরীগঞ্জ-বানিয়াচং সটড়কের (শরীফ উদ্দিন সড়ক) সংস্কার কাজ রিভাইলেশন চলছে। এ সপ্তাহে রিভাইলেশন মন্ত্রণালয়ে পাঠানো হবে। ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর কারণেই রিভাইলেশন চলছে। এখনও কোন ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পাবে তা চ‚ড়ান্ত হয়নি।
কবে কাজ শুরু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, সংস্কার কাজ শুরু হতে দেরি হবে। তবে রিভাইলেশন হলে বোঝা যাবে কবে কাজ শুরু হবে।
জৈন্তাবার্তা / সুলতানা
