
প্রতীকী ছবি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে ৪র্থ শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তারকে (১০) কুপিয়ে হত্যা করেছেন তার চাচা রেনু মিয়া। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা বেনু মিয়ার সাথে তার ভাই রেনু মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়াঝাটি হতো। মঙ্গলবার সকালে আবারও দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেনু মিয়ার কন্যা সুমাইয়াকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন রেনু মিয়া। গুরুতর আহত অবস্থায় সুমাইয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জৈন্তা বার্তা/আরআর
